Wednesday, October 21, 2015

অরণ্যে একাকী সরস্বতী!!!

সরস্বতীর সাথে আমার সম্পর্ক কোন দিনও ভাল ছিল না, অবশ্য সম্পর্ক যে আমি ভাল রাখতে চেয়েছি বা চেষ্টা করেছি তাও না, তবে লক্ষ্মীর প্রতি অক্ষি আমার সর্বদা স্থির থাকলেও সে আমারে কখনই পাত্তা দেয়নি, আর তার চরিত্র নিয়ে বাজারে নানা গসিপ চালু থাকলেও সেটা আমার জন্য কোন সমস্যা নয়। তদুপরি একমাত্র লক্ষ্মীর প্রতিই আমার শর্তহীন ভক্তি ছিল এবং আছে। যদিও কপালে সরস্বতী বা লক্ষ্মী কেউ জোটেনি জুটেছে অরণ্য বাস!
সেদিন অরণ্যের বাইরে থেকে প্রাতঃক্রিয়া সেরে ডেরায় ফিরছিলাম, হঠাৎ দেখি অদূরেই সরস্বতী কি এক গুল্ম লতার শিকড় তুলছে, চোখে চোখ পরতেই উঠে দাঁড়ায়, আমারও মনে পুড়ান ব্যথার কারণে জীবনের প্রথম বারের মত টিজ করি, ইতোপূর্বে যে কখনও কাউকে টিজ করতে ইচ্ছা করেনি তা নয়, আসলে উপযুক্ত সঙ্গ ও প্রয়োজনীয় সাহসের অভাবে পারিনি, অরণ্যে সরস্বতীকে একা পেয়ে চিৎকার করে বলি, ‘একা নাকি! হবে নাকি!?” সরস্বতী শান্ত গলায় উত্তর দেয়, “তোমার আপত্তি না থাকলে আমার তরফে কোন সমস্যা নাই, আমি এখন ট্রান্স-জেন্ডার তাছাড়া শক্তি বর্ধক শিকড় খেতেই এসেছি অরণ্যে”

No comments:

Post a Comment