Wednesday, October 21, 2015

বড্ড ছোট এই গ্রহটা!

এই তো মাত্র কয়দিন আগে শরণার্থী বা উদ্বাস্তু নামক সভ্যতার কলঙ্ক আমাদের এশিয়ার নব্য কুলীন থাইল্যান্ড ও মালয়েশিয়াকে লজ্জায় ফেলে দিয়েছিল, সম্প্রতি এই কুলাঙ্গারেরা ইউরোপের সাজানো ঘড় নোংরা করে তাদের ঘুম হারাম করে দিচ্ছে। এটা কি মামুর বাড়ির আবদার যে তাদের থাকার জায়গা দিতে হবে? সাত শ' কোটি মানুষের জন্য দুনিয়ায় জায়গা অনেক কম, সে জন্যই তো দুবাইকে কোটি কোটি ডলার খরচ করে সাগর ভরাট করে থাকার জায়গা বানাতে হল!

দুনিয়ার সব মানুষ যদি বিশ্বের সবচেয়ে বড় ছয়টি দেশের যে কোন একটিতে বসবাস করে তাহলেও সে দেশ বর্তমান বাংলাদেশের চেয়ে কম ঘন বসতি পূর্ণ থাকবে, আর এখন পর্যন্ত দুনিয়ার মাত্র চার শতাংশ জায়গায় কেবল জন বসতি গড়ে উঠেছে। আর মানুষ প্রাগৈতিহাসিক কাল থেকেই প্রমাণ করেছে যে তারা কেবল জমি পেলেই তাদের ক্ষুধা মেটাতে পারে, তাহলে সামান্য সাত শ' কোটি মানুষের থাকা খাওয়ার অভাব হবে কেন এই গ্রহে???????????!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment