দুনিয়ার সব মানুষ যদি বিশ্বের সবচেয়ে বড় ছয়টি দেশের যে কোন একটিতে বসবাস করে তাহলেও সে দেশ বর্তমান বাংলাদেশের চেয়ে কম ঘন বসতি পূর্ণ থাকবে, আর এখন পর্যন্ত দুনিয়ার মাত্র চার শতাংশ জায়গায় কেবল জন বসতি গড়ে উঠেছে। আর মানুষ প্রাগৈতিহাসিক কাল থেকেই প্রমাণ করেছে যে তারা কেবল জমি পেলেই তাদের ক্ষুধা মেটাতে পারে, তাহলে সামান্য সাত শ' কোটি মানুষের থাকা খাওয়ার অভাব হবে কেন এই গ্রহে???????????!!!!!!!!!!!!!!
পেটের দায়ে মহাজনী আপিসের লোকাল কেরাণী, মনের টানে শব্দ শ্রমিক, ধর্মে অধর্মী, বিশ্বাসে অবিশ্বাসী, স্বভাবে সর্বভূক, মননে সর্ব বিদ্বেষী, নীতিতে আস্থাহীন, ত্যাগে কোষ্ঠ কাঠিন্য, ভোগে অরুচিহীন, চরিত্র পুরোটাই অনুপস্থিত জেনেটিক্যালী ৯৫% মানুষের মত।।
Wednesday, October 21, 2015
বড্ড ছোট এই গ্রহটা!
দুনিয়ার সব মানুষ যদি বিশ্বের সবচেয়ে বড় ছয়টি দেশের যে কোন একটিতে বসবাস করে তাহলেও সে দেশ বর্তমান বাংলাদেশের চেয়ে কম ঘন বসতি পূর্ণ থাকবে, আর এখন পর্যন্ত দুনিয়ার মাত্র চার শতাংশ জায়গায় কেবল জন বসতি গড়ে উঠেছে। আর মানুষ প্রাগৈতিহাসিক কাল থেকেই প্রমাণ করেছে যে তারা কেবল জমি পেলেই তাদের ক্ষুধা মেটাতে পারে, তাহলে সামান্য সাত শ' কোটি মানুষের থাকা খাওয়ার অভাব হবে কেন এই গ্রহে???????????!!!!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment