Wednesday, October 21, 2015

কমেই যখন বেশী লাভ!

৫+৫=১০ হলে, ২৫ থেকে ১০ বিয়োগ করলে বিয়োগফল ৫ এর কম!😀
অর্থলগ্নী প্রতিষ্ঠান গুলির জন্য সবচেয়ে সস্তা এবং কষ্টকর তহবিলের উৎস কেন্দ্রীয় ব্যাংক। সাধারনত বাজার দরের অর্ধেক দামে তহবিল পাওয়া গেলেও খাজনার চেয়ে বাজনা বাজে বেশী শর্তের বেড়া জালে। তবুও স্বল্প ব্যয়ের কারনে সব ব্যাংকই চেষ্টা করে যত বেশী সম্ভব কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল সংগ্রহের, অগত্যা বাজার থেকে দ্বিগুন বা তারও বেশী দামে তহবিল সংগ্রহ করে।
তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল সংগ্রহের একটা খোলা দরজা আছে! এসএমই খাতে বিতরন কৃত ঋণের শতভাগ তহবিল পাওয়া যায় তেমন কোন শর্ত ছাড়াই। যেহেতু ব্যাংক গুলির ঘোষিত স্প্রেড ৫% এর নীচে তাই কেন্দ্রীয় ব্যাংক ৫% সূদে টাকা দেয় একটু বেশীই লাভে ১০% সূদে বিনিয়োগের জন্য। কিন্তু বেশীর ভাগ ব্যাংক এই খাতে স্বল্প সূদে সহজ লভ্য তহবিল না নিয়ে বেশী সূদে বাজার থেকে আমানত সংগ্রহ করে এসএমই ঋণ বিতরন করে।
বাহ! ভাল তো!!
ভাল না!?
😁৫ টাকায় কিনলে ৫ টাকা স্প্রেডে ১০ টাকায় বেচতে হয় আর ১০ টাকায় কিনলে ৫ টাকার কম স্প্রেডে ২৫ টাকা পর্যন্ত বেচা যায়!
২৫%-১০%<৫% প্রমানিত!

No comments:

Post a Comment