Saturday, August 15, 2015

অসত্য গপ্প!

অনুঘটনাঃ1
আমার অনেক দিনের চেনা একজন বেসরকারী কলেজের 'পড়িয়ে' যিনি চাকরি জীবনের প্রথম দিন বা তার আগে থেকেই নিজেকে 'প্রফেসার' হিসাবে পরিচয় দেন৷সামাজিক যোগাযোগ মাধ্যমের অবারিত সূযোগের কারণেই হোক কিম্বা সামাজিক প্রচারের ব্যক্তিগত সুবিধার কারণেই হোক অথবা কেবল মাত্র 'স্ট্যাটাস' প্রজননের জন্য সস্তা কিন্তু উঁচু জাতের শক্তিশালী শুক্রাণু হিসেবেই হোক, তার টাইম লাইন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় টইটুম্বুর! ইদানিং জনকল্যাণে তার জ্ঞান বিতরন ও জনকষ্টে তার আকুতি কাকুতি ও মনোকষ্ট দেখে তার প্রতি আমার ভ্রান্ত ধারণার জন্য মনটা আত্মগ্লানিতে কোঁকিয়ে উঠত! তাঁর সাম্প্রতিক একটি সচিত্র স্ট্যাটাসে দ্বিগবিজয়ী হাঁসি মাখা ছবির নিচে ক্যাপশনঃ 
"সেদিন প্রকৃতির অপরুপ দৃশ্য অবলোকনে তারুণ্যের অহংকার আমাদের সকলের প্রিয় মহামান্য সংসদ সদস্য"*******" এমপি মহোদয় এর সাথে কিছুক্ষণ!"
 বি:দ্র: অফিসিয়াল রেকর্ড মোতাবেক আমি নিজেও এই মহান পড়িয়ে'র একজন সৌভাগ্যবান অপড়ুয়া ছিলাম৷
 অনুঘটনাঃ2
বর্তমানে মহান জাতীয় সংসদের একজন বিশাল ক্ষমতধর ও প্রভাবশালী সদস্য যাকে ব্যক্তিগত ভাবে আমি না চিনলেও দেশ বিদেশের অনেকেই তাঁকে চেনেন, যে কোন সময় মন্ত্রী হতে পারেন এমন কথাও বাতাসে ভাসে৷ তাঁর ফেসবুক আইডির শেষে "এমপি" শব্দটিও তাঁকে আলাদা ভাবে তাঁর পরিচয় জানিয়ে দেয়, আর চিনিয়ে দেয় তাঁর সাম্প্রতিক একটি সচিত্র স্ট্যাটাস যেখানে দুজন মধ্যবয়সী হাস্যোজ্জ্বল মানুষের ফুল স্কেপ ছবিতে ক্যাপশনঃ
"আজ মিটিং শেষে ডিজি সারের সাথে সেলফি!"
 সংবিধিবদ্ধ দায়মুক্তিঃ
অনুঘটনা-1 এ, কোন কারিগর আমাদের মানুষ বানায় আর অনুঘটনা-2 এ, কোন ঈশ্বর সেই মানুষদের ভাগ্য বিধাতা, তেমন প্রশ্ন বা কথা আমি কষ্মিনকালেও কাউকে এবং কোথাও বলিনি এবং ইহকাল, পরকাল বা কালহীন কোন কালেও আমি কাউকে বলবো ন তাই অতীত,বর্তমান বা ভবিষ্যতে এই গ্রহসহ সৌরজগতের ভিতরের বা বাহিরের কোন আদালতে আমার বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গ বা রাষ্ট্রদ্রোহীতা বা ব্লাসফেমীর অভিযোগ আনা যাবে না, আর আনলেও তা আইনগত ভাবে গ্রাহ্য বা বিচার্য্য হবে না।

No comments:

Post a Comment