ঈশ্বর মানুষের জীবনে তাঁর ভূমিকা টাকার উপর ন্যস্ত করেছেন তাই মানুষ হিসেবে বাঁচতে হলে টাকার সঠিক ব্যবহার জানতে হবে, 'টাকায় টাকা আনে' কেমনে তা শিখতে হবে অথচ এবিষয়ে আমাদের সর্ব সাধারণের জ্ঞান এখনো প্রাথমিক স্তরে। সঞ্চয় করার অভ্যাস ভাল গুণ কিন্তু অর্থ ভাগ্যের জন্য অপরিহার্য নয়. দরকার বিনিয়োগের অভ্যাস, টাকা দিয়ে টাকা আনার অভ্যাস। অর্থের সঠিক ব্যবহারে অর্থ সৃষ্টির দক্ষতাই বাজার পৃথিবীতে টিকে থাকার সবচেয়ে কার্যকরী দক্ষতা যা সবার প্রয়োজন। অবিশ্বাস্য বেপার যে আমারা অর্থ ব্যবহারে অর্থকরী দক্ষতাকে এখনও জ্ঞান বলে মনেই করিনা
একজন মানুষের জীবনে যত টাকা আসে যায় তার প্রভাব ও ফলাফল 100% ব্যক্তিকেন্দ্রিক ও অবৈজ্ঞানিক কিন্তু তা ব্যবহারের দক্ষতাই আমাদের অর্থ ভাগ্যের নিয়ন্ত্রক এবং এই দক্ষতা সহজেই অর্জন-যোগ্য। আমাদের শিক্ষা জীবন অক্ষর চেনা বা লেখা দিয়ে শুরু না হয়ে হওয়া উচিত টাকা চেনার ও ব্যবহারের মধ্য দিয়ে। টাকা ব্যবহারে দক্ষতা থাকলেই টাকা থাকবে আর টাকা থাকলে অক্ষর না চিনলেও চলবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের শিক্ষা কাঠামোতে এই অতি আবশ্যকীয় জ্ঞানার্জনের কোন পরিকল্পিত ব্যবস্থা নাই। 'অর্থই অনর্থের মূল', 'ত্যাগে সুখ, ভোগে নয়' জাতীয় আপ্ত বাক্যগুলি অর্জনের বদলে সংযমে উৎসাহিত করে, দারিদ্র্য জীবনকে মহিমান্বিত করে অজ্ঞাতেই তাকে আরাধ্য করে। দারিদ্র্য মানুষের প্রথম পাপ, আমাদের প্রথম শিক্ষা হওয়া উচিৎ এই পাপ মুক্তির।[/sb
আরো দেখুন: দরিদ্র ছাত্র দিয়ে কোনো দেশ ধনী হয় না! - #MillionaireStudent
http://www.somewhereinblog.net/blog/familipreneurship/30044546
একজন মানুষের জীবনে যত টাকা আসে যায় তার প্রভাব ও ফলাফল 100% ব্যক্তিকেন্দ্রিক ও অবৈজ্ঞানিক কিন্তু তা ব্যবহারের দক্ষতাই আমাদের অর্থ ভাগ্যের নিয়ন্ত্রক এবং এই দক্ষতা সহজেই অর্জন-যোগ্য। আমাদের শিক্ষা জীবন অক্ষর চেনা বা লেখা দিয়ে শুরু না হয়ে হওয়া উচিত টাকা চেনার ও ব্যবহারের মধ্য দিয়ে। টাকা ব্যবহারে দক্ষতা থাকলেই টাকা থাকবে আর টাকা থাকলে অক্ষর না চিনলেও চলবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের শিক্ষা কাঠামোতে এই অতি আবশ্যকীয় জ্ঞানার্জনের কোন পরিকল্পিত ব্যবস্থা নাই। 'অর্থই অনর্থের মূল', 'ত্যাগে সুখ, ভোগে নয়' জাতীয় আপ্ত বাক্যগুলি অর্জনের বদলে সংযমে উৎসাহিত করে, দারিদ্র্য জীবনকে মহিমান্বিত করে অজ্ঞাতেই তাকে আরাধ্য করে। দারিদ্র্য মানুষের প্রথম পাপ, আমাদের প্রথম শিক্ষা হওয়া উচিৎ এই পাপ মুক্তির।[/sb
আরো দেখুন: দরিদ্র ছাত্র দিয়ে কোনো দেশ ধনী হয় না! - #MillionaireStudent
http://www.somewhereinblog.net/blog/familipreneurship/30044546
No comments:
Post a Comment