শকুনে ডিস্ক নাচে
মখমলের গদিতে,
শেয়ালে আঙ্গুর খায়
বরফ-গরম পানিতে।
স্বৈরাচার জ্বালায় আগুন
গণতন্ত্রের বাতিতে,
বিপ্লব জ্বলে এখন
মাঝে মাঝে কল্কিতে।
মখমলের গদিতে,
শেয়ালে আঙ্গুর খায়
বরফ-গরম পানিতে।
স্বৈরাচার জ্বালায় আগুন
গণতন্ত্রের বাতিতে,
বিপ্লব জ্বলে এখন
মাঝে মাঝে কল্কিতে।
No comments:
Post a Comment