পুঁজি যখন কথা কয়
ঈশ্বর তখন ঠাসি খায়।
শান্তির ঠিকাদার আম্রিকা
নিরোর বাঁশি বাজায়।
বিশ্ব ব্যাংকের উন্নয়নে
গরিব শ্রমিক ভাসছে।
পুঁজি পতির মেদ বাড়ছে
ঈশ্বর মুচকি হাসছে।
ঈশ্বর তখন ঠাসি খায়।
শান্তির ঠিকাদার আম্রিকা
নিরোর বাঁশি বাজায়।
বিশ্ব ব্যাংকের উন্নয়নে
গরিব শ্রমিক ভাসছে।
পুঁজি পতির মেদ বাড়ছে
ঈশ্বর মুচকি হাসছে।
No comments:
Post a Comment