Sunday, July 5, 2015

বাজার পাত্রী চাই!

ভেলু মামা মাথায় ভারী বুদ্ধি নাকি কাঁচা,
সূযোগ পেলে এই নিয়ে সবাই মারে খোঁচা।
এসব নিয়ে ভেলু মামার নেইকো মাথা ব্যাথা,
শোনা কথায় কান দিতে নেই ওসব কথার কথা।
পড়া-শুনায় ভেলু মামা আগা-গোড়াই ভাল,
মেট্রিক আর আইএ মিলে বার পাঁচেক লাগল।

অতীত নিয়ে ভেলু মামার আসল চিন্তা নয়,
ভালয় ভালয় এবার যদি বিএ পাশটা হয়।
তারপর মামা করবে বিয়ে অনেক দেখে শুনে,
মনের মত বউ না পেলে যাবে নির্বাসনে।
ঘড়ের মানুষ না হলে কি ঘড় কখনো হয় (!?)
ভেলু মামা মাথায় ভারী কে তাহারে কয়?

ওরে আজ একি শুনি পবনেতে উল্লাস,
ভেলু মামা এবার নাকি বিএ থার্ড কেলাস।
এক আনন্দ শেষ না হতেই একি খবর শুনি,
ভেলু মামা হয়েছে নাকি মহিলা কলেজের কেরানী।
বলতেই হয় ভেলু মামার বৃহষ্পতি তুঙ্গে,
এমন দিনে কেমন লাগে বউ না থাকলে সঙ্গে।

ধন্য ধন্য রব পরে যায় দিকে দিকে আজ,
এমন মামার বউ পাওয়া নয়তো সহজ কাজ।
ভেলুএবল ভেলু মামা ভেলুলেছ নয়,
যেন তেন মেয়ে কি আর তার জন্য হয়?
শুরু হলো পাত্রী খোজা দিন-রাত্রি ধরে,
পাত্রী চাই, পাত্রী চাই মোদের ভেলুর তরে।


পাদ টিকাঃ বাজার পাত্রী - যে পাত্রী “যেখানে দেখিবে ছাই, তুলিয়া রাখিবে তাই, বাজারে বেচিলে পাইবে নগদ রতন” এই বাজার অর্থনীতিতে বিশ্বাসী।

#সেলফিপদ্য-প্রশ্নবাণ!

প্রশ্ন তুলুন ঘড়ে বাইরে 
প্রশ্ন করুন জোরে,
প্রশ্ন বানে স্কুলের ছাদ 
যাক ভেসে জোয়ারে।
প্রশ্ন বিনা ছাড় দিব না 
ঈশ্বর আসলেও পথে,
প্রশ্ন দিয়েই কথা হবে 
আগামীর রাজপথে। 

#সেলফিপদ্য-গণচিত্র!

শকুনে ডিস্ক নাচে 
মখমলের গদিতে, 
শেয়ালে আঙ্গুর খায়
বরফ-গরম পানিতে। 
স্বৈরাচার জ্বালায় আগুন 
গণতন্ত্রের বাতিতে, 
বিপ্লব জ্বলে এখন 
মাঝে মাঝে কল্কিতে।

#সেলফিপদ্য-পুঁজিশ্বর!

পুঁজি যখন কথা কয়
ঈশ্বর তখন ঠাসি খায়।
শান্তির ঠিকাদার আম্রিকা
নিরোর বাঁশি বাজায়।
বিশ্ব ব্যাংকের উন্নয়নে
গরিব শ্রমিক ভাসছে।
পুঁজি পতির মেদ বাড়ছে
ঈশ্বর মুচকি হাসছে।