পেটের দায়ে মহাজনী আপিসের লোকাল বড়
বাবু, মনের খিদায় শব্দ শ্রমিক, ধর্মে অধর্মী, বিশ্বাসে অবিশ্বাসী, স্বভাবে সর্বভূক,
মননে সর্ব বিদ্বেষী, নীতিতে আস্থাহীন, ত্যাগে কোষ্ঠ কাঠিন্য, ভোগে অরুচিহীন, অবয়বে ৯৫% মানুষের মত।।
#বিবেকবদ্ধ সতর্কীকরণ:
1)
প্রকাশিত মতামত নিতান্তই প্রোফাইল মালিক aroNO MANob এর ব্যক্তিগত দৃষ্টি ভঙ্গির বিকলাঙ্গ প্রকাশ মাত্র যার
সাথে স্বর্গ-মর্ত-নরকের জীবিত বা মৃত কিম্বা অজ্ঞান কোন ব্যক্তি বা
প্রতিষ্ঠানের কিম্বা কোন যন্ত্র বা জন্তু এমন কি কোন বই বা কম্পিউটার প্রোগ্রামের
বা ডিএনএ ব্যাংকে সংরক্ষিত ডিএনএ নমুনার কোন সম্পর্ক বা দায় নাই।
2)
প্রকাশিত মতামতের বিষয়ে প্রোফাইল মালিকের
অন্ন দাতা প্রতিষ্ঠানের বর্তমান, অতীত
ও ভবিষ্যতের কোন মালিক,
শ্রমিক, শেয়ার হোলডার বা শুভানুদ্ধায়ীদের কোন সংশ্লিষ্টতা বা
ইন্ধন নাই। প্রোফাইল মালিককে আশ্রয় দাতা রাষ্ট্রের বর্তমান, অতীত ও ভবিষ্যতের কোন সরকারী কর্মচারী বা সরকারের
কর্মীদের কোন দায় বা সংশ্লিষ্টতা নাই তবে সম্পদ থাকিলে সকলই তাহাদের।
3)
প্রকাশিত যে কোন মতামত অনুমতি সহ বা ছাড়াই
যে কোন উপায়ে যে কোন মাধ্যমে সূত্র উল্লেখ সহ বা ছাড়াই বাণিজ্যিক, অবাণিজ্যিক বা দাতব্য যে কোন উদ্দেশ্যে প্রকাশ, পরিবহন ও বিতরন করা যাবে এমনকি তা ছাপানো কাগজে ঠোঙা বা
মিষ্টির প্যাকেট বানানো সহ টয়লেট পরবর্তী কাজেও ব্যবহার করা যাবে।
4)
প্রকাশিত কোন মতামতের প্রতি কেউ আংশিক বা
পূর্ণাঙ্গ ঈমান আনলে বা আগ্রহ প্রকাশ করলে বা তদনুসারে কোন কর্ম সম্পাদন করলে
কিম্বা শয়ন-স্বপন-জাগরনে কোন চিন্তা করলে ইহকাল বা পরকালে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা আদালত এমনকি স্বয়ং ঈশ্বরের নিকটও এই
প্রোফাইলের মালিক কোনক্রমেই দায়ী থাকবে না ।
No comments:
Post a Comment